× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

১৩ মে ২০২৪, ১৮:১২ পিএম

বাংলাদেশের ইন্স্যুরেন্স খাতের জনপ্রিয় প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি চট্টগ্রামের স্বনামধন্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাথে একটি বীমা চুক্তি স্বাক্ষর করেছে। 

এই বীমা চুক্তি অনুযায়ী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তাগণ গার্ডিয়ান লাইফ এর বীমা সুরক্ষার আওতায় থাকবেন। 

বীমা চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে স্বাক্ষরিত হয়েছে। উক্ত আয়োজনে গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শেখ রকিবুল করিম, এফসিএ, চিফ এক্সিকিউটিভ অফিসার; মাহমুদুর রহমান খান, এসইভিপি এন্ড হেড অব রিটেইল বিজনেস; মাহমুদ আফসার, ইভিপি এন্ড হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স; এবং ইফতেখার আহমেদ, ভিপি এন্ড হেড অফ গ্রুপ সার্ভিস সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ। 

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রফেসর ড. অনুপম সেন, ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রার খুরশিদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেখ রকিবুল করিম, এফসিএ, সিইও, গার্ডিয়ান লাইফ উক্ত অনুষ্ঠানে বলেন, “আমরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাথে একত্রিত হয়ে তাদের সকল কর্মকর্তাদের জন্য বীমা সেবা নিশ্চিত করতে পেরে আনন্দিত। “সবার জন্য বীমা এই অনুপ্রেরণায় বিশ্বাসী গার্ডিয়ান লাইফ প্রতিনিয়ত মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ অনুপম সেন কর্মকর্তাদের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে এই চুক্তিটির ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের শিক্ষক এবং কর্মীদের সমৃদ্ধি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। গার্ডিয়ান লাইফের সাথে এই চুক্তিটি আমাদের কর্মীদের জন্য অধিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আমাদের সহায়তা করবে।” 

২০১৪ সালে যাত্রার সূচনা হতেই গার্ডিয়ান লাইফ বাংলাদেশের ইন্স্যুরেন্স ক্ষেত্রে অগ্রগতির জন্য বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এপেক্স, ব্র্যাক এবং স্কয়ারের পৃষ্ঠপোষকতায় গার্ডিয়ান লাইফ সমাজের সকল মানুষের জন্য বীমা সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.