× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এনএসইউ প্রতিষ্ঠাতা এবিএম কামাল উদ্দিন খানের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

২০ মে ২০২৪, ১৪:০৬ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রয়াত প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবিএম কামাল উদ্দিন খানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার পালিত হচ্ছে। 

মরহুম এবিএম কামাল উদ্দিন খান নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ছিলেন। পরে এটি নর্থ সাউথ ফাউন্ডেশনে পরিবর্তিত হয়, যা বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ট্রাস্ট হিসেবে পরিচালিত।

এবিএম কামাল উদ্দিন খান এনএসইউর ভিত্তি এবং বিকাশের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তিনি এনএসইউ ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরের চেয়ারম্যান এবং এনএসইউয়ের তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।

শিক্ষাক্ষেত্রে অবদানের পাশাপাশি মরহুম এ বি এম কামাল উদ্দিন খান একজন সফল শিল্পপতি, বিশিষ্ট ব্যাংকার এবং বিশিষ্ট জনহিতৈষী হিসেবেও পরিচিত ছিলেন।

এবিএম কামাল উদ্দিন খানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের সদস্যরা ও এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.