× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পদক’ পেলো কনকর্ড

নিজস্ব প্রতিবেদক

২৮ মে ২০২৪, ১৭:২২ পিএম

জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ সালের জন্য রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারে প্রথম স্থান পেয়েছে কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লি.। 

গত বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’-এর ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। 

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলম। 

দেশে নির্মাণশিল্পে বিস্ময় সৃষ্টিকারী প্রতিষ্ঠান ‘কনকর্ড গ্রুপ’। এ গ্রুপের যাত্রা শুরু ১৯৭৩ সালে যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশের পুনর্গঠন কাজে অংশগ্রহণের মধ্য দিয়ে। শিল্পের উৎকর্ষ সাধনে সব সময় আধুনিক এই শিল্প পরিবারের কর্মযজ্ঞের কথা এখন সবারই জানা। বাংলাদেশের সর্বপ্রথম কনকর্ড এন্টারটেইনমেন্ট কো: লি:এর থীম পার্ক ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স যা গড়ে তোলা হয়েছে ঢাকার অদূরে সাভারের আশুলিয়াতে। এদেশের উন্নয়নের ধারাবাহিকতায় সুস্থ বিনোদনের যোগান দিতে একটি অ্যামিউজমেন্ট পার্ক ছিল সময়ের দাবি। ২০০২ সালে মধ্যম আয়ের বাংলাদেশে বিনোদন খাতে এতো বড় বিনিয়োগ করে কনকর্ড গ্রুপের চেয়ারম্যান জনাব এস এম কামালউদ্দিন। তৎকালীন ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন স্বপ্নরাজ্য ফ্যান্টাসি কিংডম। ফ্যান্টাসি কিংডম বাংলাদেশের সর্বপ্রথম স্বয়ংসম্পূর্ণ থীম পার্ক। এখানে যেমন রয়েছে থ্রিলিং সব রাইডস, সাথেই আছে বিশাল ওয়াটার কিংডম। আধুনিক বিনোদন জগতের সাথে তাল মিলিয়ে আছে এক্সট্রিম রেসিং গো-কার্ট আর আর্কেড গেমস সমারোহ। আবার বাংলার ঐতিহ্য ধরে রেখে দেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর ছোট আকৃতির নিদর্শন বানানো হয়েছে হেরিটেজ পার্ক-এ। পরবর্তীতে বিনোদন শিল্পের প্রসারে কনকর্ড এন্টারটেইনমেন্ট কো: লি: চট্টগ্রামেও গড়ে তোলে ফয়'স লেক কনকর্ড । চট্টগ্রাম শহরের কোলাহলের ভেতরেই মনোরম  প্রাকৃতিক পরিবেশে জীব বৈচিত্রে সমৃদ্ধ ফয়'স লেক কনকর্ড-এর অবস্থান। এই পার্ক কমপ্লেক্স-এ রয়েছে ফয়'স লেক কনকর্ড, সী ওয়ার্ল্ড কনকর্ড আর ফয়'স লেক রিসোর্ট। 

নির্মাণ শিল্পে নেতৃত্ব দানকারী শিল্প পরিবার কনকর্ড গ্রুপের প্রতিশ্রুতিশীল ম্যানেজিং ডিরেক্টর জনাব শাহরিয়ার কামাল রিয়েল এস্টেট সেক্টর, বিনোদন শিল্প এবং কনকর্ড গ্রুপের ক্রমবিকাশের যাত্রাকে এগিয়ে নিয়ে চলেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.