× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আনন্দ ভ্রমণ উপলক্ষে মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই ২০২৪, ১৮:০৮ পিএম

গত ১২ জুলাই শুক্রবার বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট  বিভিন্ন উপজেলা,জেলা এবং কেন্দ্রীয়  নেতৃবৃন্দের  সিলেটে আনন্দ ভ্রমন উপলক্ষে সিলেট  জেলায় এক   উৎসব মুখর , প্রানবন্ত ও বর্নাঢ়্য  মিলন মেলায় পরিনত হয়।

মিলন মেলার মূল কারিগর ছিলো বিক্রয় প্রতিনিধি জোট সিলেট জেলা শাখা ও জৈন্তাপুর উপজেলা শাখা।  তাদের যৌথ উদ্যোগে আগত নেতৃবৃন্দকে তারা যথাযোগ্য মর্যাদায়   শুভেচ্ছা,অভিনন্দন ও ভালোবাসার সাথে বরন করে নেয়।অতিথি আপ্যায়নেও পিছিয়ে ছিলোনা তারা। বৃষ্টি বিঘ্নিত অবস্হায় যেখানে মানুষ ঘর থেকে বের হতে পারতেছিলোনা, সেখানে অনানুষ্ঠানিকভাবে তাদের সমস্ত আয়োজনে উপস্হিত সকলেই অভিভুত হন। সকলে তাই আয়োজবৃন্দদেরকে ধন্যবাদ, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেখানে থেকে বিদায় নিয়ে তারা   তামাবিল, জাফলং, সাদা পাথর, চা বাগান সহ দর্শনীয় স্হানগুলো ঘুরে তারা তাদের আনন্দ উপভোগ করেন। 

যাদের অংশগ্রহনে আনন্দ ভ্রমনটি বর্নাঢ়্য মিলন মেলায় পরিনত  হয়। তারা হলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃমাইন উদ্দিন প্রধান- চাঁদপুর,  সহ-সভাপতি আব্দুল আলিম -কুমিল্লা,  সহ-সভাপতি জনাব জিয়াউর রহমান হাসান -বি বাড়িয়,সহ-সভাপতি মোঃ আবুল খায়ের- সিলেট,সিলেট জেলার সম্মানিত সদস্য সচিব মাহবুবুজ্জামান আলমগীর, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিন হেলাল, মানবাধিকার বিষয় সম্পাদক মোঃ জালাল আহমেদ-  কুমিল্লা, জনপ্রশাসন ও গণসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন - কুমিল্লাহ,মহিলা বিষয়ক সম্পাদিকা জনাব নার্গিস সুলতানা -মনোহরদী, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ বিদ্যুৎ মিয়া- মনোহরদী, সহসাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম চৌধুরী  -মনোহরদী, মনোহরদী উপজেলা শাখার সভাপতি শাহ আলম - মনোহরদী, মনোহরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান সহ গোয়াইন ঘাট,কানাইঘাট, সিলেট সদর ও মৌলভীবাজারের বহু বিক্রয়  প্রতিনিধিগণ। 

সত্যিই  এক অসাধারণ  মনমুগ্ধকর  এবং অনেক আনন্দে  কেটেছে সে দিনটি। অনেক স্মৃতি বিজড়িত  ঐ দিনের ঘটনা মনে রাখার মতো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.