স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতনের পর থেকে দেশের শেয়ার বাজারে ঘটছে আমূল পরিবর্তন। প্রায় প্রতিদিনই ঘটছে একের পর এক উল্লম্ফন। আজ সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৩০০ পয়েন্টের ওপরে। ২০১৩ সালে ডিএসইএক্স চালুর পর এর আগে কখনো সূচকটি একদিনে এত বাড়েনি।
প্রধান মূল্যসূচক ইতিহাস সৃষ্টির দিনে ডিএসইতে ১৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম একদিনে সর্বোচ্চ সংখ্যক বৃদ্ধি পায়। একইসাথে লেনদেনেও বড় উত্থান ঘটেছে। ডিএসইতে আজ লেনদেন হয়েছে ১ হাজার ৬০০ কোটি টাকারও বেশি। এতে এ বছরের ২ ফেব্রুয়ারির পর বাজারটিতে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
দেশের আরেক শেয়ারবাজার স্টক এক্সচেঞ্জেও (সিএসই) তেও বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে। এ বাজারটিতেও বড় উত্থান হয়েছে মূল্যসূচকের। তবে লেনদেনের পরিমাণ কমেছে।
এর মাধ্যমে হাসিনা সরকার পতনের পর শেয়ারবাজারে লেনদেন হওয়া তিন কার্যদিবসেই সূচকের উল্লম্ফন হলো।