× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ, আহত ৩০

ডেস্ক রিপোর্ট

০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২১ পিএম

ছবিঃ সংগৃহীত

আজ (৫ সেপ্টেম্বর) সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের অবস্থান বিক্ষোভকালে বহিরাগতদের সঙ্গে সংঘর্ষে পথচারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

আজ (৫ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

শ্রমিকরা জানান, পোশাক কারখানাগুলো ছুটি বন্ধ থাকায় কারখানার সামনে অবস্থান নেন তারা। এ সময় বহিরাগতরা লাঠিসোঁটা হাতে এসে পোশাক শ্রমিকদের ওপর হামলা করেন। এতে তাদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, লাঠিসোঁটার আঘাত পেয়ে হাসপাতালে এসে ৩০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজন ভর্তি রয়েছেন বলেও জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, সকালে বেশিরভাগ কারখানায় উৎপাদনকাজ শুরু হয়। তবে নিশ্চিন্তপুরে কয়েকটি পোশাক কারখানা ছুটি দিয়েছে। নরসিংহপুরে একটি পোশাক কারখানায় নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। পরে তা ঠিক হয়ে গেছে।

তবে কতগুলো পোশাক কারখানা বন্ধ রয়েছে জানতে চাইলে তিনি বলেন, এখনো নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে অনেকগুলো পোশাক কারখানা আবার বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে। সেইসঙ্গে শ্রমিক বিক্ষোভের ঘটনায় আজকে দুইজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.