× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আশুলিয়ায় বন্ধ ৫৩টি শিল্প কারখানা

ডেস্ক রিপোর্ট

২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৭ পিএম । আপডেটঃ ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও বাড়ছে শ্রমিক অসন্তোষ। শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও  কর্মবিরতি পালন করায় অন্তত ৫৩টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

আজ (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ- এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, নবীনগর-আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর, নিশ্চিতপুর, ঘোষবাগ এবং জিরাবো এলাকায় ৫৩টি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ কর্মবিরতি পালন করছে। এদের মধ্যে ৪৪টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া ৯টি পোশাক কারখানায় সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও বিক্ষোভের কারণে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। তবে কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে এলে ১৩ () ধারায় বন্ধের নোটিশ গেটে দেখতে পেয়ে বাসায় ফিরে যান। পোশাক শিল্পখাতে উদ্ভুত পরিস্থিতির কারণে কারখানা বন্ধ রেখেছেন বলে দাবি মালিকপক্ষের।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.