সেবা প্রদানের সকল সূচকে গতিশীলতা আনয়ন ও ইতিবাচক পরিবর্তন এবং কর্মসংস্থান ব্যাংকের রজতজয়ন্তী উপলক্ষ্যে গৃহীত ১০০ দিনের (২৩ সেপ্টেম্বর হতে ৩১.১২.২০২৪ পর্যন্ত) বিশেষ কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শনিবার জয়তী সোসাইটি, যশোরে ব্যবসায়িক পর্যালোচনা সভা/২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবস্থাপনা পরিচালক জনাব অরুন কুমার চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক জনাব মো: শফিকুল ইসলাম মিঞা এবং ঋণ আদায় বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো: মোমতাজ উদ্দিন।
ব্যবস্থাপনা পরিচালক এসময়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি, ঋণ আদায় বৃদ্ধি ও খেলাপি ঋণ হ্রাসের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি গ্রাহকসেবার মানোন্নয়নসহ ব্যাংকের কর্মপরিবেশ উন্নয়নের ওপর আলোকপাত করেন। খুলনা বিভাগের উপমহাব্যবস্থাপক জনাব মো: নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে খুলনা, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চলের সকল আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও ২য় কর্মকর্তা উক্ত সভায় অংশগ্রহণ করেন।