রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ ছবিঃ সংগৃহীত।
বাংলাদেশে
রয়্যাল এনফিল্ডের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মোটরস আগামী সোমবার (২১ অক্টোবর)
বাজারে নিয়ে আসছে এই আইকনিক ব্র্যান্ডের মোটরসাইকেল।
যদিও এই মডেলগুলোর
নাম ও দামের বিষয়ে কোম্পানিটি এখনও বিস্তারিত জানায়নি। তবে বিশেষ সূত্রে জানা গেছে
সোমবার দুপুরে অনলাইনে রয়্যাল এনফিল্ডের চারটি
৩৫০ সিসির মডেল—হান্টার, বুলেট, ক্লাসিক ও মিটিয়র,
লঞ্চ করা হবে।
রাজধানীর
তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুমে পরবর্তীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে
মডেলগুলো উন্মোচিত হবে।
মডেলগুলোর
দাম কত হবে, তা
এখনো জানানো না হলেও ধারণা
হচ্ছে, চারটি মডেলের মধ্যে হান্টার ৩৫০-এর দাম হতে
পারে সবচেয়ে কম, প্রায় ৪ লাখ টাকা।
বুলেট, ক্লাসিক ও মিটিয়র মডেলগুলোর
দাম ক্রমান্বয়ে বেশি রাখা হবে।
এই
চারটি মডেলে থাকবে উন্নত ফুয়েল ইনজেকশন সিস্টেম এবং পরিমার্জিত সিঙ্গেল-সিলিন্ডার 'জে' (J) সিরিজের ইঞ্জিন। এছাড়া
রং ও ব্রেকিং সিস্টেমের
ওপর ভিত্তি করে আলাদা ভেরিয়েন্টও থাকবে।
কুমিল্লার
চৌদ্দগ্রামে মোটরসাইকেল উৎপাদন কারখানা তৈরি করেছে ইফাদ মোটরস।
দীর্ঘ
দুই দশক ইঞ্জিন সক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপ করে রাখার পর ২০২৩ সালে
বাংলাদেশ সরকার স্থানীয়ভাবে উৎপাদিত ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিন সক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন দেয়।
বাজাজ
মোটরসাইকেলের প্রস্তুতকারক ও পরিবেশক উত্তরা
মোটরস গত বছরের নভেম্বরে
প্রথম উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল বাজাজ এন২৫০ বাজারে নিয়ে আসে। এ মডেলের মূল্য
ছিল প্রায় ৩.৪ লাখ
টাকা। চলতি বছরের জুনের শেষ নাগাদ কোম্পানিটি ৭৩০ ইউনিটের বেশি এন২৫০ বিক্রি করেছে।
এরপর
হিরো চলতি বছরের শুরুতে ২১০ সিসির কারিজমা এক্সএমআর বাজারে নিয়ে আসে। এর দাম রাখা
হয় প্রায় ৪ লাখ টাকা।
জুনের শেষ নাগাদ এ মডেলের প্রায়
৭০০ ইউনিট মোটরসাইকেল বিক্রি হয়েছে। অন্যদিকে হোন্ডা সম্প্রতি ১৮০ সিসির হর্নেট বাজারে নিয়ে এসেছে, যার দাম রাখা হয়েছে প্রায় ২.৯ লাখ
টাকা।
এখন
রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসি ইঞ্জিনের মডেলগুলো ১৬৫ সিসির ওপরের সেগমেন্টে শীর্ষস্থান দখল করবে।
উল্লেখ্য
ঐতিহ্যবাহী রয়্যাল এনফিল্ডের
মোটরসাইকেল উৎপাদনের যাত্রা শুরু ১২৩ বছর আগে, ইংল্যান্ডে। মূলত সামরিক ব্যবহারের জন্য মোটরসাইকেলটির উৎপাদন শুরু হয়। এটি এখনো চালু থাকা বিশ্বের প্রাচীনতম টু-হুইলার ব্র্যান্ড।
১৯৫০-এর দশকে রয়্যাল
এনফিল্ড ভারতের মাদ্রাজ মোটরসের সঙ্গে যৌথভাবে 'এনফিল্ড ইন্ডিয়া' গঠন করে এবং ভারতীয় সেনাবাহিনীর জন্য বুলেট ৩৫০ মোটরসাইকেল সংযোজন শুরু করে। পরের কয়েক দশকে রয়্যাল এনফিল্ড ভারতীয় মোটরসাইক্লিংয়ের প্রতীক হয়ে ওঠে। যুক্তরাজ্যে ১৯৭০ সালে এর উৎপাদন বন্ধ
হয়ে যায়।
বর্তমানে
রয়্যাল এনফিল্ড ভারতীয় শিল্পগোষ্ঠী আইশার মোটরসের শতভাগ নিয়ন্ত্রণাধীন। ৫০টিরও বেশি দেশে বিক্রি হয় রয়্যাল এনফিল্ড।
২০২৩ সালে কোম্পানিটির বিক্রি রেকর্ড ৯ লাখ ইউনিট
পেরিয়েছে।
২০২৩
সালে ব্রাজিল, থাইল্যান্ড, কলম্বিয়া ও আর্জেন্টিনার পর
নেপালে পঞ্চম সংযোজন কারখানা প্রতিষ্ঠা করেছে রয়্যাল এনফিল্ড।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh