× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান মতিউর রহমান

২৮ অক্টোবর ২০২৪, ১৭:৪৩ পিএম

কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন ড. এ এফ এম মতিউর রহমান। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ১৭ অক্টোবর ২০২৪ তারিখের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ব্যাংকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

ড. এ এফ এম মতিউর রহমান ১৯৭৩ সালে সরকারি চাকরি শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মাঠ পর্যায়ে ময়মনসিংহ, রাজবাড়ী জেলার জেলা প্রশাসক, বিয়ানীবাজার, সিলেটের উপজেলা নির্বাহী অফিসারের মতো দায়িত্বশীল পদে চাকরি করেন।

মতিউর রহমান দীর্ঘ ৪০ বছরের চাকরিজীবনে উপসচিব হিসেবে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য, যুগ্ম সচিব হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, অতিরিক্ত সচিব হিসেবে ভূমি আপিল বোর্ড এবং মহাপরিচালক হিসেবে যুব উন্নয়ন বিভাগ, বিআরডিবি, রেডিও বাংলাদেশে দক্ষতার সাথে কাজ করেন।

এছাড়াও তিনি গ্রামীণ দরিদ্র উন্নয়ন সংস্থার উপদেষ্টা, বাংলাদেশ আন্তর্জাতিক ব্যবসায়িক ফোরামের নির্বাহী পরিচালক, এলজিআরডি-র অধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, ইউএসএআইডি, প্রগতি, বিআইসিএফ-আইএফসি-র মতো প্রতিষ্ঠানে কাজ করেন।

মতিউর রহমান ২০০০ হতে ২০০২ সাল পর্যন্ত কর্মসংস্থান ব্যাংকে পরিচালনা বোর্ডের সম্মানিত পরিচালক ছিলেন। তিনি একাধারে একজন অর্থনীতিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে তিনি সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের প্রিস্টন ইউনিভার্সিটি হতে অর্থনীতির ওপর (মাইক্রোক্রেডিট) পিএইচডি করেন। তার কমপক্ষে ৩২টি প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়াও তার লিখিত ২০টি প্রতিবেদন, ৭টি বই প্রকাশিত হয়েছে যা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

তিনি ডিপ্লোমা অন এডভান্সড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারস এন্ড ইকোনোমিস্ট সেন্ট পিটারসবার্গ (লেনিনগ্রাঁদ, রাশিয়ান ফেডারেশন), শর্ট কোর্স অন হেলথ ইকোনোমিকস সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিস (সিডিএস) ইউনিভার্সিটি অব ওয়েলস, যুক্তরাজ্য, সার্টিফিকেট কোর্স অন রিজিওনাল ফলোআপ মিটিং অন ন্যাশনাল ইয়ুথ কাউন্সিল, কলম্বো, শ্রীলংকা, সেমিনার অন ইয়ুথ ডেভেলপমেন্ট মালয়েশিয়া ইত্যাদি বহু দেশে প্রশিক্ষণ, সেমিনার এবং ওয়ার্কশপে অংশগ্রহণ করেন এবং সফলতার সাথে সমাপ্ত করেন। দেশ ও বিদেশে তিনি ৩০টি পেশাগত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।

তার গবেষণা ও প্রকাশনার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘আমার যাপিত জীবন ও প্রশাসন’, ‘পটেনশিয়াল এন্ড প্রসপেক্টস অব বিআরডিবি’, ‘ইমপ্যাক্ট অন স্কিল ট্রেনিং আন্ডার পিএ প্রজেক্টস অব বিআরডিবি’, ‘হোয়াই উই আর পুওর’ প্রভৃতি।
মতিউর রহমান ১৯৫০ সালের আগস্ট মাসে মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার সোনারং গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.