× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস জিতল মিডল্যান্ড ব্যাংক

১২ নভেম্বর ২০২৪, ২০:০৬ পিএম

প্রিপেইড কার্ড বিভাগে ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪ জয় করেছে মিডল্যান্ড ব্যাংক। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ভিসা লিডারশিপ কনক্লেভ-২০২৪ এর অংশ হিসেবে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে পুরস্কার প্রদান করা হয়।

মোঃ আহসান-উজ জামান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মোঃ জাহিদ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, হেড অফ কার্ডস মোঃ আবেদ-উর-রহমান এবং মিডল্যান্ড ব্যাংক -এর কার্ড টিম এই পুরস্কার গ্রহণ করেন।
মিডল্যান্ড ব্যাংক প্রিপেইড কার্ড বিভাগে সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘এক্সিলেন্স ইন কনজ্যুমার কার্ড’ অর্জন করে।

মিডল্যান্ড ব্যাংক-এর সিইও মোঃ আহসান-উজ জামান বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ হয়ে ওঠার যাত্রায় আমরা ভিসার মতো অংশীদারদের পেয়ে আনন্দিত। নিরাপদ, সুরক্ষিত এবং সহজ পেমেন্ট প্রক্রিয়ার প্রচার ও প্রসারের লক্ষ্যে আমরা ভিসার সঙ্গে কাজ চালিয়ে যাব। আমাদের সব গ্রাহক, নিয়ন্ত্রক এবং অংশীদারদের অবিরাম বিশ্বাস ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই। আমি আমার সহকর্মীদের কাছেও কৃতজ্ঞ, যাদের উদ্যোগী মনোভাবের কারণে এ অর্জন সম্ভব হয়েছে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.