× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন এম আখতার হোসেন

০৭ জানুয়ারি ২০২৫, ১৮:৫২ পিএম । আপডেটঃ ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন এম আখতার হোসেন। এর আগে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

এম আখতার হোসেন ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তার ব্যাংকিংজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০২ সালে মার্কেন্টাইল ব্যাংকে অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে এবং ২০০৫ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংকে যোগদান করেন।

দীর্ঘ ৩৬ বছরের অধিক ব্যাংকিং অভিজ্ঞতাসমৃদ্ধ এম আখতার হোসেন অগ্রণী ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় ব্যবস্থাপক এবং প্রধান ঝুঁকি নিয়ন্ত্রণ কর্মকর্তাসহ প্রধান কার্যালয়ের জেনারেল ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড, ট্রেজারি, করেসপনডেন্ট ব্যাংকিং, মার্কেটিং, ফিন্যান্সিয়াল ক্রাইম কমপ্লায়েন্স, অফশোর ব্যাংকিং, ফরেন রেমিটেন্সসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করেন।
এম আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া তিনি ব্যাংক অব ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ বৃত্তির আওতায় ইংল্যান্ডের হাল ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানী, ফ্রান্স, সুইজারল্যান্ড, চীন ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.