× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

ডেস্ক রিপোর্ট

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩২ এএম

ছবিঃ সংগৃহীত।

আজ (১০ ফেব্রুয়ারি) ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন, ২০২৫) জন্য মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। গতকাল (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর . আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর . আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন।

এতে আরো বলা হয়, গভর্নর মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা, বেসরকারি খাতের ঋণের প্রবাহ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার ক্ষেত্রে বর্তমান এমপিএসর ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করবেন। ডেপুটি গভর্নররা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটর (বিএফআইইউ) প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত বছরের আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়া . আহসান এইচ মনসুর প্রথমবারের মতো মুদ্রানীতি ঘোষণা করবেন।

জানা গেছে, নীতি সুদহার এবং বিনিময় হার অপরিবর্তিত রাখা হবে। মূলত, মূল্যস্ফীতি কিছুটা কমে আসা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে স্থিতিশীল থাকার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত অর্থবছরের ১৮ জুলাই কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হার স্থিতিশীল করা এবং রিজার্ভ বাড়ানোর মতো প্রধান চ্যালেঞ্জগুলো বিবেচনা করে চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছিল। তবে, সেসময় কোনো সংবাদ সম্মেলন আয়োজন করা হয়নি, শুধুমাত্র ওয়েবসাইটে ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছিল।

নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিন দফায় নীতি সুদহার বাড়ানো হয়েছে। এতে করে গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার ১৬ শতাংশ ছাড়িয়েছে। কিন্তু, এরপরও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে, সম্প্রতি মূল্যস্ফীতি কিছুটা কমায় আপাতত নীতি সুদহার বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে, ব্যবসায়ীরা বিনিয়োগ কর্মসংস্থানের কথা বিবেচনা করে সুদহার কমানোর দাবি জানিয়ে আসছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.