× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাউথইস্ট ব্যাংক পিএলসি. ও সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৫ পিএম

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি, এবং সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ব্যাংকিং সেবা যেমন পে-রোল ব্যাংকিং সার্ভিস, কর্পোরেট পেমেন্ট মডিউল এবং অন্যান্য আর্থিক সমাধান প্রদান করা হবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসির, ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শেখ আব্দুর রফিক তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি বিনিময় করেন।

এই চুক্তির আওতায়, সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মীরা এখন থেকে সাউথইস্ট ব্যাংক পিএলসির পে-রোল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে তাদের বেতন ও অন্যান্য ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। কর্পোরেট পেমেন্ট মডিউল সিস্টেমের মাধ্যমে ভেন্ডর পেমেন্ট এবং যেকোনো ধরনের ফান্ড ট্রান্সফার করতে পারবেন।

এ উপলক্ষে, নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন বলেন, 'বাংলাদেশের বিমা খাতের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই সহযোগিতা কর্পোরেট ক্লায়েন্টদের জন্য উদ্ভাবনী ব্যাংকিং সমাধান প্রদান করবে এবং আর্থিক ব্যবস্থাপনাকে আরও দক্ষ করার প্রতিশ্রুতির প্রতিফলন করবে। আমরা দীর্ঘমেয়াদী এবং সফল একটি অংশীদারিত্বের প্রত্যাশা করি।"

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.