× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ মুজিবের ছবি ছাড়া নোট আসছে ঈদুল আজহায়

ডেস্ক রিপোর্ট

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে বাজারে , ২০ ৫০ টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। তবে এই নোটগুলোতে প্রচলিত ডিজাইন থাকবে, অর্থাৎ পদত্যাগ করা গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। নতুন ডিজাইনের নোট, যা শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া হবে, তা ঈদুল আজহার সময় আসবে।

আজ (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে প্রচুর পরিমাণে পুরনো নোট বাংলাদেশ ব্যাংকের কাছে মজুত রয়েছে, তাই অর্থের অপচয় রোধ করতে এখনই নতুন ডিজাইনের নোট ছাপানো হচ্ছে না। পুরনো নোট বাতিল করলে বিপুল পরিমাণ অর্থের অপচয় হতে পারে, যা কেন্দ্রীয় ব্যাংক চায় না।

তিনি আরও জানান, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময় করা হবে। সাপ্তাহিক সরকারি ছুটির দিন ছাড়া ঢাকায় ৮০টি তফসিলি ব্যাংকের শাখা এবং বাংলাদেশ ব্যাংকের অফিসে , ২০ ৫০ টাকার নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

এছাড়া, গত ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নোট চালু করার সিদ্ধান্ত অনুমোদিত হয়। এতে ২০, ১০০, ৫০০ ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না এবং এতে থাকবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ 'জুলাই বিপ্লবের গ্রাফিতি'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.