× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ আর আইএমএফ-বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়- অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

২৯ এপ্রিল ২০২৫, ২০:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিতে আগ্রহী হলেও সব শর্ত মেনে তা গ্রহণ করতে চায় না। তিনি জোর দিয়ে বলেন, আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না।

আজ (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা আরও জানান, আইএমএফের কাছে বাংলাদেশ . বিলিয়ন ডলার বাজেট সহায়তা চেয়েছে, যার বিষয়ে সংস্থাটি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। এছাড়া ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের বিষয়েও সম্মতি জানাতে পারে তারা।

বিশ্বব্যাংক আইএমএফের প্রতি বাংলাদেশের নির্ভরশীলতা কমে এসেছে উল্লেখ করে . সালেহউদ্দিন বলেন, বাংলাদেশ এখন আর বিশ্বব্যাংক আইএমএফের ওপর পুরোপুরি নির্ভরশীল নয়।

সময় যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সাময়িক শুল্কনীতি স্থগিত সংক্রান্ত প্রশ্নে অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশ ট্রাম্পের নতুন শুল্কনীতিকে ইতিবাচকভাবে দেখছে। এত বড় দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে তর্কে যাবে না বাংলাদেশ। তিন মাস পর শুল্ক আরোপের নতুন সিদ্ধান্ত নিলে, সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.