× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাম্প সরকারকে চটানো যাবে না- অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

৩০ এপ্রিল ২০২৫, ১৭:৫৪ পিএম । আপডেটঃ ৩০ এপ্রিল ২০২৫, ২১:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা ট্রাম্প সরকারের সঙ্গে আলোচনা করব, সমঝোতা করব, তবে ওদের চটানো যাবে না। তিনি জানান, যুক্তরাষ্ট্র সরকার শুল্ক সংক্রান্ত বিষয়ে তিন মাস সময় দিয়েছে, তবে প্রয়োজনে আরও সময় চাওয়া হবে।

আজ (৩০ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর পরামর্শক কমিটির ৪৫তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা এখন গ্র্যাজুয়েশনের প্রক্রিয়ার মধ্যে আছি। ব্যবসায়ীদের প্রস্তুতি থাকলেও আমাদের রাজস্ব আদায়ের সক্ষমতা এখনো অনেক পিছিয়ে। কর ছাড় রেয়াতের যুগ শেষ। সরকার চালাতে ব্যবসায়ীদের প্রণোদনা দিতে অর্থ দরকার, যার বড় অংশ আসবে কর থেকে। করদাতারা কর দেওয়া ব্যয় হিসেবে ভাবেন, অথচ এর বিনিময়ে তারা শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক সেবা পেয়ে থাকেন।

তিনি আরও বলেন, বর্তমান সময় ব্যবসা-বাণিজ্যের জন্য চ্যালেঞ্জিং হলেও আমাদের লক্ষ্য মানুষের জীবন-জীবিকা সহজ করা। আমরা চেষ্টা করছি সবাইকে সঙ্গে নিয়ে একটি সহানুভূতিশীল বাজেট তৈরির, যেখানে থাকবেউইন-উইনপরিস্থিতি।

. সালেহউদ্দিন উল্লেখ করেন, বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। তবে আমাদের দেশের কিছু মানুষের নেতিবাচক মন্তব্যে বিদেশিরা বিভ্রান্ত হন। সমালোচনা হোক গঠনমূলক, যাতে আমরা সঠিক দিকনির্দেশনা পাই। বিশ্বব্যাংক আমাদের পাশে আছে, আইএমএফ-এর সঙ্গে সমঝোতা প্রক্রিয়াধীন রয়েছে।

সভায় এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্পে উৎসে কর শতাংশ থেকে কমিয়ে . শতাংশ করার সুপারিশ করেন। এছাড়া ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা লাখ টাকা বাড়িয়ে লাখ ৫০ হাজার টাকা এবং নারী ৬৫ বছর ঊর্ধ্ব করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা লাখ টাকা নির্ধারণের প্রস্তাব দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.