× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জেট ফুয়েলের দাম কমল

ডেস্ক রিপোর্ট

১৩ মে ২০২৫, ১৯:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অভ্যন্তরীণ আন্তর্জাতিক রুটে ব্যবহৃত জেট ফুয়েলের নতুন মূল্য ঘোষণা করেছে। আজ (১৩ মে) সংস্থাটি জানিয়েছে, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম সাড়ে ১৭ টাকা কমিয়ে ৯৩ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার মূল্য ১৫ সেন্ট কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬০ সেন্ট। নতুন দাম আজ রাত ১২টা থেকেই কার্যকর হবে।

এছাড়া, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মজুত বিপণন ব্যয় হিসাব করে প্রতি লিটারে টাকা পয়সা এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের বিপণন চার্জ ৮৮ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে।

কমিশন জানিয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে শুল্ক মূসকসহ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক মূসকমুক্তভাবে।

জেট - (এভিয়েশন ফুয়েল) এর মূল্যহার নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করা হয়। এর অংশ হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত ২০ জানুয়ারি মূল্য সংশোধনের প্রস্তাব দেয়। এরপর পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) ১৮ ফেব্রুয়ারি বিপণন চার্জ পুনঃনির্ধারণের প্রস্তাব জমা দেয়।

এই প্রস্তাবের ভিত্তিতে গত ২৩ মার্চ বিইআরসি কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এরপর এপ্রিল পর্যন্ত লিখিত মতামত জমা দেওয়ার সুযোগ রাখা হয়। সবশেষ বিশ্লেষণ পর্যালোচনার ভিত্তিতে কমিশন নতুন এই মূল্য নির্ধারণ করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.