× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল এসএমই লোন ‘সাফল্য’ পাবে মেডবক্সের ফার্মেসি উদ্যোক্তারা

১১ জানুয়ারি ২০২৬, ১৮:৫০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

মেডবক্স সল্যুশন লিমিটেডের সাথে যুক্ত ফার্মেসিগুলোকে ডিজিটাল এসএমই লোন ‘সাফল্য’ দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই উদ্যোগের ফলে ফার্মাসিউটিক্যাল বিজনেস ইকোসিস্টেমের এই গুরুত্বপূর্ণ সেক্টরটি আনুষ্ঠানিক অর্থায়ন সুবিধার আওতায় আসবে।
মেডবক্স সল্যুশন লিমিটেড বাংলাদেশে একটি ইন্টিগ্রেটেড বি-টু-বি মেডিসিন ডিস্ট্রিবিউশন চেইন সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান।

এই চুক্তির আওতায় মেডবক্সের সঙ্গে যুক্ত ফার্মেসিগুলো ব্র্যাক ব্যাংকের সুবিধা অ্যাপের মাধ্যমে এই ইনস্ট্যান্ট লোন সুবিধা ‘সাফল্য’ নিতে পারবে, যা তাদের ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজনীয়তা পূরণে সহায়ক হবে। উল্লেখ্য, এটিই দেশের প্রথম ইনস্ট্যান্ট এসএমই লোন। এখানে ক্লায়েন্টরা কোনোপ্রকার কাগজপত্র ও দীর্ঘ অনুমোদন প্রক্রিয়ার ঝামেলা ছাড়াই দ্রুত ও ঝামেলাহীনভাবে অর্থায়ন সুবিধা নিতে পারবেন।
এই উদ্যোগটি ছোট ফার্মেসিগুলোর অর্থায়ন-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে, যার মাধ্যমে উন্নত মজুদ ব্যবস্থাপনা, দৈনন্দিন কার্যক্রমে গতিশীলতা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত হবে। একইসঙ্গে এটি দেশের তৃণমূল পর্যায়ে ওষুধ সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
২২ ডিসেম্বর ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং মেডবক্স সল্যুশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী আশিকুর রাসুল এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির বিষয়ে মন্তব্য করতে গিয়ে সৈয়দ আব্দুল মোমেন বলেন, “সাফল্য লোনের মাধ্যমে এসএমই অর্থায়নকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে ব্র্যাক ব্যাংক। এর ফলে প্রতিষ্ঠানগুলোও ইনস্ট্যান্ট ঋণসুবিধা পাচ্ছে। আমাদের এই চুক্তির মাধ্যমে মাধ্যমে দেশের প্রথম এসএমই ডিজিটাল লোন সুবিধা পৌঁছে যাচ্ছে ফার্মেসি উদ্যোক্তাদের কাছে। এই উদ্যোগ উদ্ভাবনী ফাইন্যান্সিয়াল সল্যুশনের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার ব্যাপারে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।”
কাজী আশিকুর রাসুল বলেন, “এই সহযোগিতার ফলে আমাদের সঙ্গে যুক্ত ফার্মেসিগুলো তাদের সুবিধামতো ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা পাবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটি তাদের পরিচালন দক্ষতা, মজুদ ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সহায়ক হবে।”
এই উদ্যোগটি ডিজিটাল উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। প্রযুক্তিনির্ভর অর্থায়ন সুবিধার মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক খাতে লক্ষণীয় প্রভাব সৃষ্টির ব্যাপারে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।- বিজ্ঞপ্তি



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.