বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) এর ট্রাস্টি বোর্ড সদস্য ও সালমা আদিল ফাউন্ডেশনের (এসএএফ) প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিল এমজেএফ শীতের কষ্টে থাকা মানুষের সহায়তায় অর্থ সহায়তা দিয়েছেন।
ঢাকায় অনুষ্ঠিত বিএইচআরএফের ট্রাস্টি বোর্ড সভায় তিনি শীতকালীন ত্রাণ কার্যক্রমের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেন। অনুদানের অর্থ গ্রহণ করেন বিএইচআরএফের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান। এই অর্থ শীতার্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণে ব্যবহার করা হবে।
সভায় বক্তব্যে সালমা আদিল বলেন, “প্রতিকূল আবহাওয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের সবার মানবিক দায়। তিনি বলেন, মানবসেবার প্রতিটি উদ্যোগে সহমর্মিতা, মমতা ও আন্তরিকতা থাকা জরুরি, কারণ মানুষের কষ্ট বোঝার মধ্য দিয়েই মানবিক কাজের শুরু।”
তার এই সহযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, পাবনা (ঈশ্বরদীসহ) বিভিন্ন জেলায় বিএইচআরএফের চলমান শীতকালীন সহায়তা কার্যক্রম আরও জোরদার হবে। সংশ্লিষ্ট শাখাগুলো শীতার্ত মানুষের কাছে সময়মতো সহায়তা পৌঁছে দিতে কাজ করছে।
সালমা আদিল ফাউন্ডেশন (এসএএফ) মানবকল্যাণমূলক অলাভজনক একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষা সহায়তা, আর্থিক সহায়তা, স্বাস্থ্যসেবা এবং জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করে।- বিজ্ঞপ্তি