× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএইচবিএফসি’র ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

১৩ জানুয়ারি ২০২৬, ১৬:৫৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

আজ ্মঙ্গলবার  রাজধানীর বিদ্যুৎ ভবনস্থ মুক্তি হলে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন  (বিএইচবিএফসি) ‘ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)’র সচিব নাজমা মোবারেক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, পর্ষদের সকল পরিচালক এবং এফআইডি’র ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নূর আলম সরদার, মহাব্যবস্থাপকবৃন্দ সম্মেলনে উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্ব পরিচালনা করেন। বিএইচবিএফসি’র মাঠ পর্যায়ের সকল অফিসের অফিস প্রধানদের অংশগ্রহণে প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে। এবছর সর্বমোট ৯১টি মাঠ কার্যালয়ের ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক সম্মেলনে সকলকে স্বাগত জানান। তিনি ২০২৪-২০২৫ অর্থবছরে ব্যবসায় ক্ষেত্রে প্রতিষ্ঠানটির এযাবৎকালের সেরা সাফল্য, বিশেষকরে শ্রেণীকৃত ঋণ ৩.৪৫ শতাংশে নামিয়ে আনা, উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণ, ঋণ আদায় এবং মুনাফা ২.৫২ শতাংশ বৃদ্ধি প্রসঙ্গ উপস্থাপন করে এসব সাফল্য আগামীর দায়িত্ব বাড়িয়ে দিয়েছে মর্মে উল্লেখ করেন। তিনি ২০২৫-২৬ অর্থবছরের শুরুতেই অর্থবছরের অর্জন বিষয়ক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া ও তা অর্জনের রূপরেখা সম্পর্কে আলোচনা করেন। জনাব মোঃ আব্দুল মান্নান ডিজিটাইজেশনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির গৃহীত নানা কর্মসূচীর তথ্য তুলে ধরে এর সার্বিক সাফল্য ও অগ্রগতির ক্ষেত্রে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মহোদয়, পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। 
উদ্বোধনী বক্তব্যে এফআইডি সচিব গৃহায়ণের ক্ষেত্রে সরকারিভাবে ঋণ প্রদানকারী একমাত্র সংস্থা হিসেবে বিএইচবিএফসি’র কর্মপরিধি বিষয়ে আলোচনার সূত্রপাত করে নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠার আহবান জানান। এক্ষেত্রে, প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রত্যেককে সততা, দক্ষতা, প্রতিষ্ঠানের প্রতি ভালবাসা এবং প্রত্যয়ের সমাহার ঘটিয়ে নিজেকে প্রতিষ্ঠান তথা দেশের জন্য সম্পদে পরিণত করারও আহবান জানান। তিনি বিএইচবিএফসি’র সেবা সহজ ও সময় সাশ্রয়ীকরণের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সর্বস্তরের মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া এবং সাধারণের চাহিদা পূরণের তাগিদ পুর্নব্যক্ত করেন। বিশেষ অতিথি এ এস এম আব্দুল হালিম এসময় ব্যবস্থাপনা পরিচালকসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন নির্বাহীদের যোগ্যতার প্রশংসা করে তাঁদের নেতৃত্বে বিএইচবিএফসিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সম্মেলনটির সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। উল্লেখ্য, দিনব্যাপী অনুষ্ঠিত কর্পোরেশনের ব্যবস্থাপক সম্মেলনের কর্ম অধিবেশনসমূহে বিএইচবিএফসি’র সকল জোনাল ও শাখা অফিসসমূহের বিগত বছরের পারফর্মেন্স এবং চলতি অর্থবছরে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করত: গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।- বিজ্ঞপ্তি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.