× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৯ মাসে ৭৬ শতাংশ কৃষিঋণ বিতরণ

২৮ এপ্রিল ২০২২, ০১:৪৪ এএম

চলতি ২০২১-২০২২ অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) লক্ষ্যমাত্রার ৭৬ শতাংশ কৃষিঋণ বিতরণ করা হয়েছে। যা গেল অর্থবছরের (২০২০-২১) একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি। আলোচিত সময়ে বেড়েছে ঋণ আদায়, কমেছে খেলাপি ঋণের পরিমাণও। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

খাত সংশ্লিষ্টদের মতে, গত বছরের তুলনায় চলতি বছর কৃষিঋণ বিতরণের চাহিদা বেড়েছে। গত বছর বৈশ্বিক মহামারির কারণে ঋণ বিতরণ আশানুরূপ হয়নি। চলতি বছর করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঋণে গতি ফিরেছে। ঋণ বিতরণের এ ধারা অব্যাহত থাকলে চলতি বছরে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করতে পারবে ব্যাংকগুলো।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) কয়েকটি ব্যাংক বছরের লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করলেও অনেক ব্যাংক লক্ষ্যমাত্রার ৫০ শতাংশের নিচে রয়েছে। এসব ব্যাংকের মধ্যে ২০ শতাংশেরও নিচে রয়েছে ৫ ব্যাংক। ২০২১-২২ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ১৯ হাজার ৯৭৬ কোটি ২৪ লাখ টাকার ঋণ পরিশোধ করেছেন কৃষকরা। গত বছরের একই সময়ের চেয়ে আদায় বেড়েছে ২০১ কোটি ৩৫ লাখ টাকা।

আলোচিত সময়ে ব্যাংক খাতে ২৮ হাজার ৩৯১ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। মার্চ মাস পর্যন্ত ব্যাংকগুলোর ঋণ বিতরণ হয়েছে ২১ হাজার ৫০৪ কোটি ২০ লাখ টাকা যা মোট লক্ষ্যমাত্রার ৭৫ দশমিক ৭৪ শতাংশ। গত অর্থবছর ২৬ হাজার ২৯২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৯ মাসে বিতরণ হয়েছিল ১৮ হাজার ৫১৩ কোটি টাকা।

কৃষিঋণের মধ্যে দুই ভাগে অর্থাৎ শস্য ও নন-ফার্ম (যেমন: গবাদিপশু ও মৎস্য খামার) খাতে ঋণ দেয় ব্যাংকগুলো।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.