ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) অফিস, ব্যাংক, বীমা ও পুঁজিবাজার খুলেছে। সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন।
রমজান মাসে ব্যাংক লেনদেন ও খোলা রাখার সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। রোজার মাসে ব্যাংকে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হয়। সেই সঙ্গে অফিসের সময় ২ ঘণ্টা কমিয়ে বিকেল ৪টা পর্যন্ত করা হয়।
কিন্তু আজ থেকে পূর্ণদিবস অর্থাৎ যথারীতি আগের নিয়ম ও সময়ে অফিস, ব্যাংক, বীমা ও পুঁজিবাজার চলবে।
সেক্ষেত্রে ব্যাংকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন চলবে। ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এদিকে পুঁজিবাজারেও স্বাভাবিক সময়ের মতো সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে।