× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ এখন স্থিতিশীল অর্থনীতির দেশ: জাপান রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন ২০২২, ০৫:১৯ এএম

ডিক্যাব টক অনুষ্ঠান থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ এখন একটি স্থিতিশীল অর্থনীতির দেশ এবং অচিরেই বাংলাদেশের জনপ্রতি আয় তিন হাজার ডলার পেরিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

আজ মঙ্গলবার (৭ জুন) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) টকে জাপানের রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।

এসময় পদ্মা সেতু প্রসঙ্গে নাওকি বলেন, সফলভাবে পদ্মা সেতু নির্মাণের ফলে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ অনেক আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা এই দেশে বিনিয়োগ করতে আগের চেয়ে অনেক বেশি এগিয়ে আসবেন। জাপানের বিনিয়োগকারীদের জন্যও বাংলাদেশ একটি অন্যতম ক্ষেত্রে পরিণত হয়েছে। কেননা, এশিয়ার অন্যতম বর্ধনশীল অর্থনীতি হিসেবে উঠে এসেছে বাংলাদেশ।

এসময় নারায়ণগঞ্জের আড়াইহাজারের ইপিজেডে জাপানের বিনিয়োগ ছাড়াও আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। 

ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট অচিরেই চালু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন জাপানের রাষ্ট্রদূত।

পদ্মা সেতুর মতো বাংলাদেশ এত বড় অবকাঠামো নির্মাণে যে সাহস দেখিয়েছে, এর জন্য জাপানের বিনিয়োগকারীরা এ দেশে ৬০ শতাংশ বিনিয়োগ করতে চায় বলেও জানান তিনি।

দুই দেশের সম্পর্ক আরো বাড়বে বলে মন্তব্য করেছেন ইতো নাওকি।

উক্ত অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.