× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘সাংবাদিকতার এই প্রতিদান’, গ্রেপ্তারের আগে শেষ পোস্ট

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন ২০২২, ১১:৪৮ এএম । আপডেটঃ ০৭ জুন ২০২২, ১১:৫৩ এএম

সাংবাদিক ফজলে এলাহী ও ফেসবুক পোস্ট

সাবেক নারী সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ারের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় রাঙামাটির সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় শহরের এডিসি হিলের নিজ বাসভবন থেকে এই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।

এদিকে গ্রেপ্তারের আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন সাংবাদিক ফজলে এলাহী।

এতে তিনি লিখেন, ফিরোজা বেগম চিনু ও তার মেয়ের মামলায় আমার বিরুদ্ধে গ্রেপ্তার ওয়ারেন্ট দেখিয়ে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। সাংবাদিকতার এই প্রতিদান? আমার মৃত্যুর জন্য চিনু ও তার মেয়েকে দায়ি করে গেলাম রাঙামাটিবাসি এদের বিচার করিও।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, দুপুরে ওয়ারেন্ট আসার দুই ঘন্টার মধ্যে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল সকালে আদালতে তোলা হবে।

থানা সূত্রে জানা গেছে, ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়। মামলার প্রসেস নাম্বার ৮১৭/২২। মামলা নং- ২৮/২১। সাবেক নারী সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার এ মামলা দায়ের করে।

এদিকে ফজলে এলাহীকে গ্রেপ্তারের পর থানা চত্বরে উপস্থিত হয়েছেন রাঙামাটির সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।

ছাত্র ইউনিয়ন ও সাংবাদিক সমিতির প্রতিবাদ

এদিকে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাঙামাটি ছাত্র ইউনিয়ন ও রাঙামাটি সাংবাদিক সমিতি। 

গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন বলছে, হয়রানিমূলক মামলার মধ্য দিয়ে দেশে সাংবাদিকতার স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। অনিয়ম-দুর্নীতি, সমাজের নানা অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছেন। 

বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন অবিলম্বে সাংবাদিক ফজলে এলাহীর মুক্তি দাবি জানিয়েছেন।

অন্যদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে ফজলে এলাহীর মুক্তি দাবি করেছে রাঙামাটি সাংবাদিক সমিতি।

 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.