× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান!

চুয়াডাঙ্গা প্রতিনিধি

২২ জুন ২০২২, ১৫:০৪ পিএম

নতুন পাসপোর্ট বিতরণ ও নবায়ন সেবা দিতে দালালদের মাধ্যমে ঘুষ লেনদেন ও হয়রানিরমূলক অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। বুধবার (২২ জুন) বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুদকের সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, দুই মাস পূর্বে সোহাগ নামে এক ভুক্তভোগী হয়রানির শিকার হয়ে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী কাম কম্পউটার মুদ্রাক্ষরিক মো. আতাউর রহমান খানের বিরুদ্ধে দুদকের কাছে অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার দুদকের কয়েকজন সদস্য চুয়াডাঙ্গা আঞ্চলিত পাসপোর্ট অফিসের সকাল ১০টা থেকে কার্যক্রম পর্যবেক্ষণ শুরু করেন। এবং আশপাশের কম্পিউটারের দোকানগুলোতে অভিযান চালায়। এসময় একটি কম্পিউটারের দোকান থেকে কয়েকজনকে আটক করে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালকের নিকট নেওয়া হয়। তবে কয়েকজনকে আটক করলেও সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেয় দুদক।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী কাম কম্পউটার মুদ্রাক্ষরিক আতাউর রহমান খানের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেন এক ভুক্তোভোগী। এই অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। তিনি আরও জানান, ‘আমরা সন্দেহজনকভাবে দালাল হিসেবে কয়েকজনকে আটক করলেও সম্পৃক্ত না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.