কক্সবাজারের টেকনাফ সীমান্তেে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৩জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ২৩ জুন (বৃহস্পতিবার) রাতে বিজিবি টহল দল অভিযুক্তকে কাঁদার মধ্যে দেখতে পেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তার কোমরে অভিনব কায়দায় বাঁধা ৫ কোটি ১৭লক্ষ ৭০ হাজার টাকা মূল্যমানের ১ কেজি ৩৫৪ গ্রাম আইসের চালান পাওয়া যায়।
তিনি আরো জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে অবৈধভাবে মাদক বহন ও পাচারের দায়ে মামলা দায়ের করা হয়েছে।