সিলেট-আখাউড়া রেল সেকশনের শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে পাপ্পু বৈদ্য (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ভাড়াউড়া রেল ক্রসিং এলাকায় ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন । নিহত পাপ্পু বৈদ্য শ্রীমঙ্গল উপজেলার উত্তরসূরের বিশু বৈদ্যের ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) অঞ্জন কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ সারাবেলাকে জানান, মৃতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।