নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, নদী ভাঙ্গনে আমি লজ্জায় আসি না, এবার ৮৭০ কোটি টাকার প্রকল্প হয়েছে। আরেকটা প্রকল্প হয়েছে ২০০ কোটি টাকার। আগামী বছর থেকে তার কাজ শুরু হবে। এছাড়াও ভূমিহীনদের উড়িরচরে স্থানান্তরে জন্য সাড়ে ৫০০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার।
বুধবার (২২ জুন) বিকেলে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সোলাইমান বাজারে স্থানীয়দের সাথে মতিবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
একরাম চৌধুরী আরও বলেন, আগামী ২৬ জুন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবো। আমার দুইটা রিং বসাতে হবে। আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া আছে বলে বেঁচে আছি।
এসময় মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন, চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভুইয়াসহ, চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক হোসেন, চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিবসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।