দিনাজপুরের বীরগঞ্জে সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথ চলার ৭৩ বছর পদার্পণে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার প্রধান প্রধান সড়কে আনন্দ র্যালী ও নিজ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২৩ জুলাই বাংলাদেশ আওয়ামীলীগের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা এর সভাপত্তিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নূর ইসলাম নূর, বীরগঞ্জ সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য আবু হুসাইন বিপু।
আলোচনা শেষে সকলের মঙ্গল কামনার জন্য দোয়া করা হয় এবং দোয়া শেষে কেক কাটা হয়।