চট্টগ্রামে আবারও করোনা সংক্রমণের পারদ উর্দ্ধমুখী হয়ে এগিয়ে চলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৫৪টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত ৩দশমিক ৭৭ শতাংশ। তবে শনাক্তের হার বাড়লেও কেউ মারা যায়নি।
বৃহস্পতিবার (২৩ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী নতুন আক্রান্ত ৪৬ জনের মধ্যে ৪৪ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি দুজনের মধ্যে একজন বোয়ালখালীর এবং অন্যজন রাউজানের বাসিন্দা। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এখন ঠান্ডাজনিত প্রবাহ বেড়েছে। ফলে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। সচেতনতা জরুরী স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে। মাস্ক পরায় সবাইকে সচেতন হতে হবে বলে সিভিল সার্জন দাবি করেছেন।