× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রাইভেটকার চুরি, সীতাকুণ্ড থেকে আসামি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

২৩ জুন ২০২২, ০৮:৩২ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া প্রাইভেটকারসহ চুরির ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। 


বুধবার (২২ জুন) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের সাংগু এলাকা থেকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে সীতাকুন্ড থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে বুধবার (২২ জুন) দিনগত রাত ১ টার দিকে প্রাইভেটকারসহ ওই আসামিকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান।

গ্রেফতারকৃত আসামি মোঃ সুমন নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা নয়াআটি এলাকার মোঃ বাবুল মিয়ার ছেলে।

এর আগে বুধবার (২২ জুন) ভোরে সিদ্ধিরগঞ্জের চৌধুরীপাড়া এলাকা থেকে প্রাইভেটকারটি চুরি হয়।

পরবর্তীতে এ ঘটনায় প্রাইভেটকারটির চালক সোহাগ হোসেন বাদী হয়ে বুধবার রাতেই সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলা (যার নং-৩৮) দায়ের করেন।

মামলাসূত্রে জানা যায়, গত বুধবার ভোরে গাড়িটির চালক কিছুক্ষণের জন্য গাড়িটিকে পার্কিং করে রেখে গেলে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি গাড়িটি চুরি করে নিয়ে যায়। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার জানান, প্রাইভেটকার চুরির ঘটনায় থানায় মামলা হলে আমরা বিশেষ প্রযুক্তির (জিপিএস) মাধ্যমে সীতাকুন্ড থানা পুলিশের সহযোগিতায় আসামিকে ধরতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামিকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।##

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.