× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহেশপুরে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

২৩ জুন ২০২২, ০৮:৫৩ এএম

ঝিনাইদহের মহেশপুরে বৃহস্পতিবার সকালে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকতিতে পুস্পমাল্য অর্পনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

অলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর আব্দুর রশিদ খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,জেলা পরিষদের সদস্য

আশরাফুন নাহার শিউলী,এম এ আসাদ, শেখ হাসেম আলী প্রমুখ। মহেশপুরে সার-বীজ বিতরণসহ ফল মেলার ষ্টোল পরিদর্শন করেন এম,পি। 

ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষি অফিস চত্তরে বৃহস্পতিবার দুপুরে এক শো’ফল নিয়ে ফল মেলা অনুষ্ঠিত হয়। একই সময় কৃষি অফিসের সম্মেলন কক্ষে এলাকার কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা প্রমুখ।

এর পুর্বে উপজেলা কৃষি অফিস চত্তরে অনুষ্ঠিত ফল মেলার ষ্টোল পরিদর্শন করেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.