বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় উজ্জ্বল ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের আনান্দ র্র্যালী কেক কাটা, আলোচনা সভা সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ ২৩-০৬-২০২২ ইং তারিখ রোজ বৃহস্পতিবার ১০টায় আওয়ামী লীগের র্্যালী শেষে, নিজ দলীয় অফিস হলরুমে কেক কেটে গৌরব উজ্জ্বল ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দলীয় অফিস থেকে সকল নেতা-কর্মীরা র্র্যালী শুরু করে, খাগড়াছড়ি জেলা শহর ও শাপলা চত্বর হয়ে পৌর টাউনহলে এসে ও পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে র্র্যালী করে জেলা আওয়ামীলীগের দলীয় অফিসের সামনে এসে র্র্যালী শেষ করে, অফিস হলরুমে গৌরব উজ্জ্বল ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত শেষ করা হয়।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্যরা, পৌরসভার মেয়র সহ আওয়ামীলীগের জেলা, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।