গাইবান্ধার সুন্দরগঞ্জ
উপজেলায় স্বামীর স্বীকারোক্তি মোতাবেক খালের কচুরি পানার নীচ থেকে আশামনি (২৮) নামে
নিখোঁজ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুন)
দুপুরে স্থানীয় মনোরঞ্জনের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুন্দরগঞ্জ থানার অফিসার
ইনচার্জ আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, নিখোঁজ
সাধারণ ডায়েরির তদন্তের এক পর্যায়ে আশার স্বামী কবিরকে আটক করে রিমান্ডে নেওয়া হয়।
পরে তার দেয়া স্বীকারোক্তি ও দেখানো মতে স্থানীয় মনোরঞ্জন খালের কচুরী পানার নিচ থেকে
আশামনির গলিত মরদেহ উদ্ধার করা হয়।
গত ১৬
জুন সন্ধ্যার পর থেকে নিখোঁজ হন গৃহবধূ আশামনি। নিহত আশা মনি উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের
দুলাল গ্রামের কবির মন্ডলের স্ত্রী।