× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৌদি আরবে বাংলাদেশি কর্মীর মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

২৩ জুন ২০২২, ১৪:০০ পিএম

সৌদি আরবে কর্মরত নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বুধবার (২২ জুন) দুপুরে দেশটির জেদ্দা শহরের ঘুরাইত নামক এলাকার বাসায় তিনি মারা যান।

নুরুলের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের লালারগাঁও গ্রামে। তার দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।

নুরুল ইসলামের জেদ্দার রুমমেট আরেক বাংলাদেশি আবুল খায়ের মো. রিদওয়ান জানান, প্রায় ২৫ বছর ধরে তিনি সৌদি আরবে কাজ করছেন। বুধবার সকালের নাস্তা সেরে কাজে যান তিনি। দুপুরে বাসায় ফিরে মধ্যাহ্নভোজের প্রস্তুতি নেওয়ার সময় তার মৃত্যু হয়।

নুরুল ইসলামের পারিবারিক সূত্র বৃহস্পতিবার বিকেলে জানায়, তার লাশ বর্তমানে সেখানকার হাসপাতালে রয়েছে। আজ জানাজা শেষে সৌদি আরবেই দাফন করা হবে।

খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী বলেন, ‘অত্যন্ত ভাল একজন মানুষ ছিলেন নুরুল ইসলাম। তার এমন আকস্মিক মৃত্যুতে আমি গভীর মর্মাহত। আগামীকাল শুক্রবার নুরুল ইসলামে গ্রামের বাড়িতে তার শোকাহত পরিবারের সদস্যদের দেখতে যাব। পরিবারটি যেকোনো প্রয়োজনে আমাকে তাদের পাশে পাবে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.