× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নওগাঁয় ট্রাকচাপায় ৪ শিক্ষকসহ নিহত ৫

নওগাঁ প্রতিনিধি

২৪ জুন ২০২২, ০৩:১২ এএম

নওগাঁয় ট্রাকচাপায় চার শিক্ষকসহ পাঁচজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুন) সকাল ৮টায় নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল।

নিহতরা হলেন, দেলোয়ার হোসেন, মকবুল মাষ্টার ও নুরজাহান। বাকি দুইজনের এখনও নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, নওগাঁ থেকে মাছের খাবার ভর্তি একটি ট্রাক রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। আর সিএনজিটি নিয়ামতপুর থেকে নওগাঁর উদ্দেশ্যে আসছিল। ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটি ধাক্কা দিয়ে সিনজিসহ  পুকুরে পড়ে যায়। এতে ট্রাকচাপায় সিএনজির ৫ যাত্রী ঘটনস্থলেই নিহত হয়।

জানা যায়, তারা সবাই শিক্ষক। এ ঘটনায় এখনও এক শিশু নিখোঁজ রয়েছে।

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান,  এখনও উদ্ধার কাজ চলমান।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.