ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের তরুল্লা সেন্টার স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, বঙ্গবন্ধুর জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।আজ জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোলমডেলে পরিনত করেছেন। প্রধানমন্ত্রী সুষ্ঠু ব্যবস্থাপনায়, তাঁর দক্ষ, মেধাবী ও সততার নেতৃত্বের কারণে বিশ্বের কাছে তিনি আজ প্রশংসিত। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্র। তিনি বাংলাদেশকে যে ভাবে উন্নয়নে এগিয়ে নিচ্ছেন, বিশ্বের অনেক নেতারা তা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেক রাষ্ট্র আজ বাংলাদেশ থেকে শিক্ষা নিচ্ছে।
এসময় কালমা ইউনিয়ন পরিষদের নবাগত চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক সহ নয়টি ওয়ার্ডের সকল ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।