× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষ্যে পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি

ঈশ্বরদী প্রতিনিধি

২৫ জুন ২০২২, ০৭:০৩ এএম । আপডেটঃ ২৫ জুন ২০২২, ০৭:০৩ এএম

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে র‌্যালি করেছে ঈশ্বরদী পৌরসভা। শনিবার (২৫ জুন) ঈশ্বরদীতে পৌর মেয়র মো: ইছাহক আলী মালিথার  উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। র্যালীটি ঈশ্বরদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্ত্বরে গিয়ে শেষ হয়। 

র্যালী শেষে সভায় পৌরমেয়র  মো: ইছাহক আলী মালিথা বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে পদ্মা সেতু উদ্বোধন হলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে স্বাধীন-সার্বভৌম দেশ উপহার দিয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন। জাতি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যে দেশ এক সময় বৈদেশিক সাহায্য নিয়ে চলতো, সে দেশ আজ অন্য দেশকে সাহায্য দিচ্ছে।
পদ্মাসেতু নির্মাণের বিরোধীতাকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরাও যে পারি, আমাদেরও সক্ষমতা আছে, শত ষড়যন্ত্র মোকাবিলা করে পদ্মা সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সবাইকে দেখিয়ে দিয়েছেন।
 জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, দুর্নীতিবাজ চক্র নির্মূলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি ।
র্যালীতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।     

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.