× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের পর হত্যা, দুই যুবক আটক

ফেনী প্রতিনিধি

২৫ জুন ২০২২, ০৯:৩৮ এএম । আপডেটঃ ২৫ জুন ২০২২, ০৯:৩৯ এএম

ফেনীতে মিফতাহুল জান্নাত আপ্রা (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর গলায় রশি পেচিয়ে হত্যা করেছে।

শনিবার (২৫ জুন) জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামে এ পাশবিক ঘটনাটি ঘটে। 

নিহত ওই শিশু স্থানীয় বক্সআলী ভূঞা বাড়ির ওসমান গনির মেয়ে ও নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী। 
 শিশুটির ফুপু তোহরা আক্তার বিউটি  জানান,আপ্রার বাবা ঢাকায় চাকুরি করেন।দুই ভাই-বোনের মধ্যে আপ্রা বড়।বাড়ীর পাশেই প্রাথমিক  বিদ্যালয়।সকালে বিদ্যালযে গিয়ে  ক্লাসের ফাঁকে পানি খাওয়ার জন্য বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়ে যায় সে। 

এলাকাবাসী জানায়, পরে অনেক খোজাখুজির পর দুপুরের দিকে বিদ্যায়ল সংলগ্ন  কবরস্থানের ঝোপের ভেতর 
 বড় একটি গাছের সঙ্গে মেয়েটির গলায় ফাঁস দেয়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

এরপর ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও এঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় লিয়াকত আলী ও স্বপন নামে দুই যুবককে আটক করে পুলিশ । 

দাগনভূঞা থানাার ওসি হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তদন্ত শেষ না পর্যন্ত এব্যাপারে বেশী কিছু বলতে  অপারগতা প্রকাশ করেন।

দাগনভূঞা- সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান বলেন,ধারণা করা হচ্ছে শিশুটি পাষবিক নির্যাতণের পর হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।এঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় দুই যুবককে আটক করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.