× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলবের মেঘনায় পুলিশ-ডাকাত গোলাগুলিতে আহত ৪, আটক ১

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

২৮ জুন ২০২২, ০৬:৪৭ এএম

মেঘনা নদীতে ডাকাতিকালে নৌপুলিশ ও ডাকাত দলের সাথে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে ৪ ডাকাত আহত হয়েছে। এ ঘনায় এক নৌ-ডাকাত দলের সদস্য সবুজ বেপারীকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ। ডাকাতিকালে এক ব্যবসাযীর অর্ধ কোটি টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ গরু ব্যাবসায়ীদের।


জানা যায়, ২৭ জুন সোমবার  মুন্সিগঞ্জের চিতলমারী এলাকা থেকে ট্রলার যোগে ৫০/৬০ জন গরু ব্যবসায়ী শহরমালী গরু বাজারে যাওয়ার পথে চাঁদপুরের মতলব উত্তরের সীমান্তবর্তী মুন্সিগঞ্জের সদর থানাধীন বাংলা বাজার খাল সংলগ্ন মেঘনা নদীর মোহনায় এলে স্প্রিড বোর্ড নিয়ে একদল নৌ-ডাকাতদল ব্যাবসায়ীদের উপর আক্রমন করে।

মোহনপুর নৌপুলিশ টহল দেওয়া অবস্থায় এদৃশ্য দেখে ডাকাতদেরকে দাওয়া করে। ডাকাতদল পুলিশকে লক্ষ করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। এসময় ৪ডাকাত সদস্য আহত হয়।

আহতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার সদর থানা এলাকার ডাকাত সদস্য ইসমাইল (৩০), সলেমান(৪৫), খোরশেদ মাঝি(৩৪), সবুজ বেপারী (২৩)। ডাকাত দলের সদস্য সবুজ বেপারীকে গ্রেফতার করা হয়েছে। বাকি ডাকাত সদস্যরা স্পীডবোর্ড যোগে পালিয়ে যায়।

এ বিষয়ে ডাকাতির শিকার মুন্সিগঞ্জের তাতি কান্দি গ্রামের গরু ব্যাবসায়ী আয়নাল হক জানান,আমরা ট্রলার যোগে শহরমালী যাওয়ার পথে স্প্রিড-বোর্ড নিয়ে ১৪-১৫ জন নৌ-ডাকাত সদস্য আমদের আক্রমণ করে। এসময় তারা আমাদের অস্ত্রের ভয় দেখিয়ে আমার কাছ থেকে কাছ অর্ধ কোটি টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

চিতলিয়া গ্রামের আরেক ব্যবসায়ী জুয়েল ফকির বলেন, আমার কাছ থেকে ডাকাতদল ৬৫ হাজার ৪’শ ৬৫ টাকা ও ১ টি স্বর্নের চেইন নিয়ে গেছে। তাতিকান্দির গ্রামের গরু ব্যাবসায়ী শাহজাহান বলেন, আমার কাছ থেকে ডাকাতদল ১ লক্ষ ৬৬ হাজার ৪’শ ৯০ টাকা ও ১ টি মোবাইল নিয়ে গেছে। সৈকত চর আব্দুল্লাপুর গ্রামের সৈকত বলেন, আমার কাছ থেকে ৭৪ হাজার টাকা নিয়ে গেছে। সব মিলে প্রায় ৫০ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতদল।

এ বিষয়ে মোহনপুর নৌপুলিশ বলেল, টহলরত অবস্থায় ডাকাতি দেখে ডাকাতদের ধরতে গেলে তারা আমাদের লক্ষ্য করে গুলি করে। আমরা পাল্টা গুলি করি। এসময় এক নৌ-ডাকাত দলের সদস্যকে আটক করি। বাকীরা স্প্রিডবোর্ড নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে চাঁদপুর জেলা নৌপুলিশের এএসপি সার্কেল তোফাজ্জেল ও ,মুন্সিগঞ্জের এডিশনাল এসপি তানভীর ঘটনাস্থল পরিদর্শ করে দেখেন ডাকাতির ঘটনাস্থল মুন্সিগঞ্জের চর আব্দুল্লাপুর। তাই আইন অনুযায়ী চর আব্দুল্লাপুর ফাড়ি থানায় একটি ডাকাতি মামলা হয়েছে বলে জানা গেছে। এদিকে গ্রেফতারকমত ডাকাত সবুজ বেপারিকে চর আব্দুল্লাপুর ফাড়ি থানায় প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.