ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে করোনা উপসর্গ নিয়ে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনের মধ্যে ১ জন ময়মনসিংহ জেলার এবং ১ জন জামালপুর জেলার বাসিন্দা।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৭২ নমুনা পরীক্ষা করে ১ জন করোনা শনাক্ত হয়েছেন। সোমবার (০৩ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করছেন।
তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আব্দুল বারেক (৫০) ও জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হনুফা বেগম (৮০)।
ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন খান মুন আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৪২ জন। তাদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ। এ ছাড়া নতুন ভর্তি হয়েছেন ৯ জন। সু¯’ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৭২ জনের নমুনা পরীক্ষা করে ১ জন করোনা শনাক্ত হয়েছেন।