× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরের বড়াইগ্রামে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নাটোর প্রতিনিধি

৩০ জুন ২০২২, ০৭:৪৮ এএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার অসহায় গ্রামীন দু:স্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপির) অর্থায়নে বিনামূল্যে ২০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 


বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ মারিয়াম খাতুনের সভাপতিত্বে  উপজেলা পরিষদ হলরুমে এসব সেলাই মেশিন বিতরণ করে উপজেলা পরিষদ।
বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্রকৌশলী মোঃ রবিউল আলম।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন প্রমুখ।


প্রধান অতিথি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা একজন নারী হওয়ায় নারীদের দুঃখ দূর্দশা বুঝতে পারেন। আর তাই বিভিন্ন সময় তিনি দুস্থ, অসহায় ও স্বামী পরিত্যক্তা নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, নগদ অর্থসহ বিভিন্নভাবে সাহায্য দিয়ে থাকেন। এরই অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারীদের মাঝে সেলাই মেশিন প্রদাণ করলেন। যেন তারা পুরুষ মুখাপেক্ষি না হয়ে নিজেরাই কিছু করে তাদের সংসার পরিচালনা করে নিজে ভালো থাকতে পারে।
Attachments area

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.