× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই ২০২২, ০৫:৩৫ এএম । আপডেটঃ ০৯ জুলাই ২০২২, ১১:৩২ এএম

বিশ্বের যে কোনো প্রান্তে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

শনিবার (৯ জুলাই) সাদ্রা দরবার শরিফে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলার প্রায় ৪০টি গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক এতে অংশ নেন।

আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে ১৯২৮ সালে আগাম রোজা রাখাসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের নিয়ম চালু করেন সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক চৌধুরী। প্রায় ৯৪ বছর আগে এ প্রথা চালু হলেও এখন ৪০টি গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক একদিন আগে ঈদ উদযাপন করেন।

চাঁদপুরে সকাল ৯টায় সাদ্রা দরবার শরিফ মাঠে ঈদের প্রথম জামাতের ঈমামতি করেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। অপরদিকে সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসায় সকাল সাড়ে ৯টায় নামাজের ঈমামতি করেন সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা আরিফ চৌধুরী।

জেলায় অগ্রিম ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো, হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ কচুয়া ও শাহরাস্তির বেশ কয়েকটি গ্রাম।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের পীর সাহেব মোহাম্মদ আরিফ চৌধুরী বলেন, শনিবার সৌদি আরবে ঈদ উদযাপন হয়েছে। তাই সাদ্রাসহ চাঁদপুরের ৪০ গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে।

সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসার ঈদগাঁ মাঠের মুসল্লি জসিম খান, মাহবুব গাজী সহ অনেকে বলেন, ‘আমাদের জন্মের পর থেকে সাদ্রা দরবার শরিফে ঈদের নামাজ আদায় করে যাচ্ছি। আমাদের পূর্ব পুরুষরাও নামাজ পড়েছেন।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.