× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জলঢাকায় শিক্ষার্থীদের মাঝে করোনা ভ্যাক্সিন প্রদান শুরু

রাশেদুজ্জামান সুমন

০৮ জানুয়ারি ২০২২, ০৭:০০ এএম

নীলফামারীর জলঢাকা উপজেলায় ১২ থেকে ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের মাঝে ফাইজারের টিকাদান কর্মসুচির শুরু হয়েছে। শনিবার সকাল ১১টায় আলহেরা এডু কেয়ার হোম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ফারিয়াত জাহান মিমকে ভ্যাক্সিন প্রদান করে এই কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, মেডিকেল অফিসার ফিরোজ হাসান খান, আলহেরা এডুকেয়ার হোম উচ্চ বিদ্যালয়ের পরিচালক সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি,রোকনুজ্জামান চৌধুরী রোকন, মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাফরুহা আকতার ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম প্রমুখ।

এসময় ইউএনও মাহবুব হাসান টিকাদান কর্মসুচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য কর্মীদের প্রতি আহবান জানান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক তত্বাবধানে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় প্রথমদিনে ৩হাজার ১শত ৫০ জন শিক্ষার্থীকে ভ্যাকসিন প্রদান করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.