× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জে বেড়েই চলছে শুকনা মরিচের দাম

সিরাজগঞ্জ প্রতিনিধি

২৭ জুলাই ২০২২, ০৭:১৪ এএম

সিরাজগঞ্জে বেড়েই চলছে খুচরা ও পাইকারি বাজারে শুকনা মরিচের দাম। গেল দুই সপ্তাহে পণ্যটির কেজিতে দাম বেড়েছে ৭০ টাকা। আড়ত মালিক ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে ভারতের বাজারে শুকনা মরিচের দাম বাড়তি থাকায় আমদানি কম হচ্ছে। যে কারণে দেশি শুকনা মরিচ দিয়ে চাহিদা পূরণ না হওয়ায় দাম বাড়ছে।

বুধবার (২৭ জুলাই) সিরাজগঞ্জের বড় বাজারসহ জেলার বিভিন্ন উপজেলার বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শুকনা মরিচ ৪২০ টাকা দরে বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে এই মরিচই বিক্রি হয়েছে ৩৫০ টাকা দরে। সেই হিসাবে কেজিতে ৭০ টাকা টাকা বেড়ে গেছে দাম। আর এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শুকনা মরিচের খুচরা বিক্রেতা আফছার আলী বলেন, বর্তমানে শুকনা মরিচের বাজারে আগুন ধরেছে। ঈদের আগে শুকনা মরিচের প্রতি কেজি ছিল ৩৫০ টাকা। আর এখন সেই মরিচ খোলা বাজারে খুচরা বিক্রি করছি ৪০০-৪২০ টাকায়। মরিচের দাম বাড়তি অব্যাহত আছে।তিনি আরও বলেন, শুকনা মরিচের দাম বাড়লেও পেঁয়াজ, আদা, রসুনসহ অন্য পণ্যের দাম খুব একটা বাড়েনি। তবে চিনির দাম বাড়ছে। এক সপ্তাহে চিনির বস্তাপ্রতি ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.