× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটের রামপাল সদর ইউপির সাবেক চেয়ারম্যানের পুত্র ইয়াবাসহ গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

২৭ জুলাই ২০২২, ০৮:০২ এএম

বাগেরহাটের রামপাল সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের ছেলে ইদি আমিন (২২) কে ইয়াবাসহ আটক করেছে বাগেরহাট জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামপালের ঝনঝনিয়া বাজার থেকে ইদি আমিনকে গ্রেপ্তার করা হয়। সে একজন মাদক ব্যবসায়ী, ওই সময় সে মাদক বিক্রির জন্য নিজেই ডেলিভারির উদ্দেশ্যে ইয়াবা বহন করেছিল বলে জানিয়েছে একটি বিশ্বস্ত সূত্র। এই ঘটনায় জড়িত একই উপজেলার নবাবপুর এলাকার জাফর শেখের ছেলে কালা বাবু (২০) কেও আটক করেছে গোয়েন্দা পুলিশের দলটি। আজ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 


বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল রামপালের ঝনঝনিয়া এলাকায় গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ ইদি আমিন (২২) ও কালা বাবু (২০) নামের ২ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.