বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণেরে মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৭ জুলাই) বিকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় পথসভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পথসভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাড. হাবিবুর রহমান লিটু, জাহাঙ্গীর হোসেন বেপারী, জাহিদুর রহমান জাহিদ, রহমত উল্লাহ বারী চৌধুরী, অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, জসিম উদ্দিন রাসেল, মো. মাঈনুদ্দিন আরিফ সুমন, শরিফ উল্লাহ সরকার, ফারুক হোসেন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল, মাসুদুর রহমান পরান, সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না সহ আরো অনেকে।
পথ সভায় সভাপতি অ্যাড. হেলাল হোসাইন তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি ঘরে ঘরে বর্তমান সরকারের উন্নয়নের কথা পৌছে দিতে হবে। কারন আগামী বছরই জাতীয় নির্বাচন। বর্তমান সরকারের উন্নয়নই আগামী সরকার গঠনের গোড়াপত্তন করেছে। তাই সকল নেতাকর্মী উন্নয়নের কথা জনে জনে বলবেন। আজকে আমাদের জন্য একটি বিশেষ দিন শেখ হাসিনার পুত্র সজীব ওয়জেদ জয়ের শুভ জন্মদিন। আমরা জয়ের জন্য দোয়া কামনা করি তিনি যেন তাঁর মায়ের মতো দলকে নেতৃত্বে দিতে পারেন।