× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গৌরনদীতে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

গৌরনদী প্রতিনিধি

২৭ জুলাই ২০২২, ১০:২৬ এএম

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৭ জুলাই) সকালে উপজেলার টরকী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী উপ পরিচালক মোঃ সেলিম অভিযান চালিয়ে এ জরিমানা করেন। অভিযানে স্থানীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ইলেকট্রনিক্স পন্যের কোম্পানির মার্কেট খুচরা মূল্য পরিবর্তন করে অধিক মূল্য বসিয়ে বিক্রির অপরাধে মোল্লা বিদ্যুৎ বিতানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই মিষ্টি প্রক্রিয়াকরণ ও বাসি পচা দই সংরক্ষণের অপরাধে আদর্শ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী উপ পরিচালক মোঃ সেলিম বলেন, প্রতিদিনই আমরা বিভিন্ন উপজেলার বাজার তদারকি করছি। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে গৌরনদী উপজেলার টরকী বাজারে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.