বগুড়ায় শুক্রবার বিকাল ৩টার দিকে শহরের মালতীনগর ভাটকান্দি ব্রীজ এলাকায় করতোয়া নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে পানিতে ডুবে সৈকত (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত সৈকত মালতীনগর শান্তিবাগ এলাকার অটো রিক্সাচালক মোঃ খোকনের ছেলে। সে শহরের ওয়াইএমসিএ স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সৈকত ও তার দুই বন্ধু মিলে বেলা আড়াইটার দিকে ভাটকান্দি ব্রীজ এলাকায় করতোয়া নদীতে গোসলে নামে। এরপর কলাগাছের তৈরি ভেলায় বন্ধুরা মিলে খেলায় মেতে উঠে। বেলা সোয়া তিনটার দিকে ভেলা থেকে সৈকত পিছলে নদীতে পড়ে যায়। এ সময় অন্য দুই বন্ধু নদী থেকে উঠে এসে সৈকতের পরিবার ও এলাকাবাসীকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়রা ব্রীজের আশপাশে ভিড় জমায়। স্থানীয় জোহা নামে এক ব্যক্তি বেলা সাড়ে ৪টায় সৈকতকে নদীতে থাকা কচুরীপানার নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এ সময় সৈকতকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়া বনানী পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত সৈকতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।